২০০ অসহায় পরিবারে টেলিঅজ ফাউন্ডেশনের ঈদ উপহার
অস্ট্রেলিয়ার টেলিঅজ ফাউন্ডেশন বাংলাদেশের ২০০ অসহায় ও দুস্থ পরিবারকে ঈদ উপলক্ষে উপহার পাঠিয়েছে।
আজ বুধবার বাংলাদেশের বিভিন্ন এলাকার দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে এই উপহার বিতরণ করা হয়।
টেলিঅজ ফাউন্ডেশন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোম্পানি টেলিঅজের একটি সেবামূলক প্রতিষ্ঠান।
টেলিঅজ ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর অস্ট্রেলিয়ায়। তাদের নেটওয়ার্ক বিশ্বব্যাপী।
টেলিঅজের প্রধান কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, 'এই ঈদে বাংলাদেশের ২০০ পরিবারকে ঈদের উপহার দিতে পেরে, তাদের মুখে হাসি ফুটাতে পেরে আমরা আনন্দিত। তাদের হাসি অর্থ দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। আমি মনে করি দেশের এবং প্রবাসের সামর্থ্যবান সবার উচিত অন্তত ঈদের সময়ে হলেও দরিদ্রদের পাশে দাঁড়ানো। তাহলেই ঈদের আনন্দ অর্থবহ হয়ে উঠবে।'
জাহাঙ্গীর আলম সফল তরুণ উদ্যোক্তার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কাছে সংগীতশিল্পী ও গীতিকার হিসেবেও অত্যন্ত প্রিয় মুখ। করোনাকালীন সময়ে তার প্রতিষ্ঠান বাংলাদেশের ৩০০ পরিবারকে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিয়ে সাহায্য করেছে।
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments