সিডনিতে স্বাধীনতা দিবস উদযাপন
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির প্রাণকেন্দ্রে রাজ্যের পার্লামেন্ট হাউজের মূল ফাংশন রুমে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
আজ সোমবার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের স্পীকার জনাথন ও'ডেয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম, স্পীকার জনাথন ও'ডেয়া, সংশোধন মন্ত্রী ড. জিওফ লি, সংসদের বিরোধী দলীয় নেতা ক্রিস মিনস ও মাল্টিকালচারাল এনএসডব্লিউ এর নির্বাহী প্রধান জোসেফ লা পোস্টা।
এক সময় বাংলাদেশের জাতীয় দিবসগুলো পালিত হতো অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের অধিকাংশই থাকেন সিডনিতে। তাদের জন্য প্রায় ৪০০ কিলোমিটার দূরের শহর ক্যানবেরায় গিয়ে অনুষ্ঠানগুলোতে যোগ দেওয়া বেশ কষ্টকর হতো। এই বিষয়টি বিবেচনায় নিয়ে এখন দিবসগুলো ক্যানবেরায় হাইকমিশনের পাশাপাশি সিডনিতেও পালন করা হচ্ছে।
অনুষ্ঠানে কনসাল জেনারেল তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের অসামান্য আত্মত্যাগের জন্য গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবসের এই আয়োজনে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন সংসদ সদস্য, বর্তমান ও সাবেক মেয়র, কাউন্সিলরসহ স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, মিশন প্রধান, কূটনৈতিক মিশনের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, শিক্ষা ও গবেষণা খাতের প্রতিনিধি এবং বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক অতিথি।
একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments