সিডনিতে রবীন্দ্র উৎসব কাল
দীর্ঘ ২ বছর পর করোনা মহামারির কঠোর বিধিনিষেধ শিথিল করার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা মেতে উঠেছেন নানা উৎসব অনুষ্ঠানে।
প্রায় প্রতি সপ্তাহেই উদযাপিত হচ্ছে কোনো না কোনো অনুষ্ঠান। সিডনি এখন পরিণত হয়েছে বাঙালিদের উৎসব নগরীতে।
এরই ধারাবাহিকতায় আগামীকাল শনিবার 'আমাদের কথা' আয়োজন করেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী উপলক্ষে 'হে নূতন, দেখা দিক আর-বার' শিরোনামের উৎসব।
আয়োজকদের পক্ষ থেকে পূরবী পারমিতা বোস ও মঞ্জুশ্রী মিতা জানান, উৎসবে পরিবেশিত হবে কবিগুরুর গান, নৃত্য, কবিতা, নাটিকা ও গীতি আলেখ্য। পুরো মঞ্চ সাজানো হচ্ছে রাবীন্দ্রিক আবহে। দর্শকদের ছবি তোলার জন্য থাকছে রবীন্দ্র কর্নার।
প্রত্যেক দর্শককে রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্ট নায়ক-নায়িকার আঙ্গিকে সাজসজ্জা করে উপস্থিত হতে বলেছেন আয়োজকরা।
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments