সিডনিতে জাতির জনকের জন্মদিন ও শিশু দিবস পালন

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

সকালে কনসাল জেনারেলের বাস ভবন 'বাংলাদেশ হাউস' এ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। সন্ধ্যায় কনস্যুলেট ভবনে আয়োজিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম তার স্বাগত বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য অবদান, রাজনৈতিক প্রজ্ঞা এবং অপরিসীম ত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
 
অনুষ্ঠানের শেষ পর্বে প্রবাসী শিশুদের নিয়ে কনস্যুলেট কর্তৃক সাম্প্রতিক সময়ে আয়োজিত 'মেলডি অব বাংলাদেশ' সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয় ও তাদেরকে ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে পুরষ্কৃত করা হয়। 

প্রতিযোগিতার বিজয়ীসহ অন্যান্য শিশু কিশোরদের অংশগ্রহণে গান, কবিতা ও নৃত্যে সাজানো একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হয়।

এ ছাড়া বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক একটি আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।

 

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

 

Comments

The Daily Star  | English
caretaker government proposal Bangladesh

Restoration of caretaker system to be proposed

The restoration of the caretaker government and the introduction of a bicameral system in parliament will be among the recommendations to be proposed by the Constitution Reform Commission.

4h ago