সিডনিতে ঈদ বাজারের প্রস্ততি
প্রতি বছরের মতো এবারও 'বাংলাদেশ অস্ট্রেলিয়া ফ্যাশন অ্যাসোসিয়েশন' সিডনিতে আয়োজন করতে যাচ্ছে ঈদ বাজার।
আগামী ২৩ ও ২৪ এপ্রিলে আয়োজিত ঈদের এই উৎসব ঘিরে মুখরিত হয়ে উঠেছে বাংলাদেশি কমিউনিটি। ঈদের কেনাকাটার জন্য প্রতিবছর এই দিনটির অপেক্ষায় থাকে প্রবাসীরা।
ব্যবসায়ের প্রচার, সামাজিক সম্প্রীতি এবং উৎসবের গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে ঈদবাজার অন্যান্য কমিউনিটির কাছেও বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রতিবছর ঈদ আয়োজনগুলো আরও বড় আকারে পরিণত হচ্ছে। সিডনি এবং অন্যান্য শহর থেকে ফ্যাশন স্টোরগুলো এসে ঈদ বাজারে যোগ দিচ্ছে।
সংগঠনটির সভাপতি তাম্মি পারভেজ জানালেন, এই ঈদ বাজারটি তরুণ উদ্যোক্তাদের পাশাপাশি ক্রেতাদের অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন কমিউনিটির সাম্প্রতিক ফ্যাশন এবং সংস্কৃতির মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করবে। এটি বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, লেবানিজ, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান এবং মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশের মুসলিম সম্প্রদায়ের বন্ধুত্বপূর্ণ পরিবেশে একত্রিত হবার একটি উৎসব।'
বাংলাদেশ অস্ট্রেলিয়া ফ্যাশন অ্যাসোসিয়েশন মূলত বাংলাদেশি একটি বুটিক সংস্থা। এটি অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার, বুটিকের মালিক ও উদ্যোগীকে একসঙ্গে সংযুক্ত রাখার জন্য এবং বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার জন্য বৃহত্তর একটি প্ল্যাটফর্ম।
এবারের মেলাটিকে আরও বেশি সফল করার জন্য যে ৪ জন প্রবাসী নারী নিরলস কাজ করে যাচ্ছেন। তারা হলেন, ফ্যাশন ডিজাইনার তাম্মি পারভেজ, নব নির্বাচিত কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা, সাংস্কৃতিক সংগঠক ও নৃত্যশিল্পী তাফতুন নাঈম নিতু এবং মেকাপ আর্টিস্ট নাহিদা সুলতানা।
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments