শেন ওয়ার্নের শেষ ছবি
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার আগে ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্নের জীবিত শেষ ছবিতে দেখা যাচ্ছে, তিনি থাইল্যান্ডের বিলাসবহুল ভিলার মধ্য দিয়ে হাঁটার সময় বেশ খুশি ও স্বাচ্ছন্দ্য ছিলেন।
কোহ সামুই দ্বীপের সমুজানা ভিলার লবি দিয়ে হেঁটে যাওয়া ৫২ বছর বয়সী সুপারস্টারের শেষ মূহুর্তগুলো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল।
একটি সংক্ষিপ্ত ভিডিওতে দেখা গেছে, ওয়ার্ন কালো শর্টস, সাদা টি-শার্ট এবং একটি ক্যাপ পড়ে স্যুট ও বেশ কয়েকটি নতুন শার্ট তার বাহুর উপরে নিয়ে হেঁটে যাচ্ছেন।
জানা যায়, ওয়ার্ন প্রায় এক ঘন্টা ব্রয়নি টেইলরে কাটিয়ে নতুন স্যুট ও শার্ট নিয়ে ভিলায় ফিরেছিলেন।
দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তিনি ভিলায় ফিরে আসেন, যেখানে তিনি তার ব্যবসায়িক ব্যবস্থাপক অ্যান্ড্রু নিওফিটো এবং ৩ বন্ধুর সঙ্গে ছিলেন।
ভিলায় ফেরার মাত্র কয়েক ঘণ্টা পর বিকেল ৫টা ১৫ মিনিটে লেগ স্পিনার কিংবদন্তিকে হার্ট অ্যাটাকের পর তার বিছানায় প্রতিক্রিয়াহীন অবস্থায় পাওয়া যায়।
ওয়ার্নের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর কয়েক সপ্তাহ আগে থেকে হার্টের সমস্যা ও হাঁপানিতে ভুগছিলেন তিনি। ১৪ দিন ধরে তিনি কেবল তরল খাবার গ্রহণ করেছিলেন।
আগামী ৩০ মার্চ রাষ্ট্রীয় মর্যাদায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আকিদুল ইসলাম : অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments