শেন ওয়ার্নের মৃত্যুর তদন্ত করছে থাই পুলিশ

থাই পুলিশের একটি তদন্তকারী দল। ছবি: সংগৃহীত

গত শুক্রবার শেন ওয়ার্ন যেখানে 'সন্দেহজনক' হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন, সেই হোটেলের কক্ষটি আজ সন্ধ্যায় পরীক্ষা করেছে থাই ফরেনসিক বিভাগের তদন্তকারীরা।

তদন্তকারী পুলিশ দলের সঙ্গে ছিলেন থাইল্যান্ডে অস্ট্রেলিয়ান দূতাবাসের কর্মকর্তারা।

থাই পুলিশ ওয়ার্নের মৃত্যুকে সন্দেহজনক হিসাবে বিবেচনা না করলেও লেফটেন্যান্ট কর্নেল চ্যাচাউইন নারকমুসিকের নেতৃত্বে পুলিশ কক্ষটি পরীক্ষা করেছে এবং ওয়ার্নের বন্ধুদের সঙ্গে কথা বলেছে।

থাই পুলিশ জানিয়েছে, হলিডে দ্বীপ কোহ সামুইতে শেন ওয়ার্নের সঙ্গে উপস্থিত ছিলেন তার সম্প্রতি প্রকাশিত ডকুমেন্টারির একজন নির্বাহী প্রযোজক, তার দুই বন্ধু এবং ওয়ার্নের ওয়েবসাইট পরিচালক গ্যারেথ অ্যাডওয়ার্ডস।

শেন ওয়ার্নের বন্ধুদের সঙ্গে কথা বলছে থাই পুলিশ। ছবি: সংগৃহীত

ওয়ার্নের দীর্ঘদিনের ম্যানেজার জেমস এরস্কিন বলেছেন, 'তিনি ছুটিতে ছিলেন। তিনি মদ্যপান করেননি। ওজন কমানোর জন্য তিনি ডায়েটে ছিলেন।'

থাইল্যান্ডে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত অ্যালান ম্যাককিনন সবশেষ খোঁজ জানতে স্থানীয় থানায় গিয়েছিলেন। দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা কোহ সামুইতে অবস্থান করছেন ওয়ার্নের সঙ্গে ভ্রমণ করা তার বন্ধুদের সহায়তা করার জন্য। 

৫ দিন কোহ সামুইতে থাকার পর অস্ট্রেলিয়ায় ফিরে আসার কথা ছিল শেন ওয়ার্নের। 

কোহ সামুইয়ের পুলিশ স্টেশনের সুপারিনটেনডেন্ট ইউটানা সিরিসোম্বা আজ সাংবাদিকদের বলেছেন, তাকে ওয়ার্নের পরিবারের কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে।

'ওয়ার্ন সম্প্রতি তার হার্টের ডাক্তারকে দেখিয়েছিলেন' যোগ করেন ইউটানা।  

তিনি আরও বলেছেন, 'ময়নাতদন্তের জন্য রোববার ওয়ার্নের মরদেহ থাইল্যান্ডের সুরাট থানিতে স্থানান্তর করা হবে।'

ময়নাতদন্তে কতদিন সময় লাগবে তা জানতে চাইলে পুলিশ স্টেশনের সুপারিনটেনডেন্ট বলেন, 'আমি নিশ্চিত নই, কারণ এটি ডাক্তারের মতামতের ওপর নির্ভর করে।' তবে, মৃত্যুর সম্ভাব্য কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

এর আগে, ওয়ার্নের বন্ধুরা এবং দূতাবাসের কর্মকর্তারা অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকার মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করতে থাই পুলিশের সঙ্গে থানায় দেখা করেছিলেন।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

‘May the sound of arms be silenced’

Pope Francis calls for peace across the world in Christmas message

1h ago