শেন ওয়ার্নকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় জানাবে অস্ট্রেলিয়া

শেন ওয়ার্ন। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্নের মৃত্যুর পর ফেডারেল এবং ভিক্টোরিয়ান সরকার রাষ্ট্রীয়ভাবে তার অন্ত্যেষ্টিক্রিয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ভিক্টোরিয়ান প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ আজ শনিবার গণমাধ্যমকে বলেছেন, 'ভিক্টোরিয়া একজন আইকন হারিয়েছে। অস্ট্রেলিয়া হারিয়েছে একজন কিংবদন্তিকে। পুরো ক্রিকেট বিশ্ব তাকে হারিয়ে শোক করছে।'

তিনি এক বিবৃতিতে বলেছেন, তার উত্তরাধিকার এবং অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে সরকার একটি রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার অনুমতি দেবে।

শেন ওয়ার্ন ছিলেন অস্ট্রেলিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারদের একজন। তিনি ১০০১টি আন্তর্জাতিক উইকেট নিয়ে তার ক্যারিয়ার শেষ করেছিলেন।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ৪৫ হাজার আসনের গ্রেট সাউদার্ন স্ট্যান্ডটি স্থায়ীভাবে শেন ওয়ার্নের নামে নামকরণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ভিক্টোরিয়ান প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুস।

'সরকার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের গ্রেট সাউদার্ন স্ট্যান্ডের নাম পরিবর্তন করবে। যেখানে তিনি তার হ্যাট্রিক এবং ৭০০তম উইকেট নিয়েছিলেন,' টুইটারে লিখেছেন অ্যান্ড্রুজ।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এক বিবৃতিতে বলেছেন, 'আমরা অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ক্রিকেটারকে হারিয়েছি এবং তার এই দুঃখজনক ও আকস্মিক মৃত্যুতে আমরা হতবাক।'

'শেন ওয়ার্নের জাতীয় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তার পরিবারকে কমনওয়েলথ সরকার রাষ্ট্রীয়ভাবে শেষকৃত্যের প্রস্তাব দেবে,' বলে যোগ করেন তিনি।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ জানিয়েছে, তারা শেষকৃত্যের ব্যবস্থার জন্য ওয়ার্নের মরদেহ নিয়ে আসতে আজ থাইল্যান্ডে যাবেন।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

‘May the sound of arms be silenced’

Pope Francis calls for peace across the world in Christmas message

48m ago