লিবিয়ায় আটক ১৬০ বাংলাদেশি দেশে ফিরেছেন
ইউরোপ পাড়ি দিতে গিয়ে লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক ১৬০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় গতকাল বৃহস্পতিবার সকালে লিবিয়ার বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা দেশে ফেরেন।
এর আগে বুধবার লিবিয়ার মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে ফ্লাইটটি ছাড়ে। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান বিমানবন্দরে তাদের বিদায় জানান।
দূতাবাস সূত্র দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের পর লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করা হয় এবং তাদের কল্যাণে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়। একইসঙ্গে দেশে প্রত্যাবাসনের জন্য আইওএমের মধ্যস্থতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
আটক বাকি বাংলাদেশিদেরও শিগগির দেশে ফেরত পাঠানোর জন্য সব প্রচেষ্টা চালানো হচ্ছে বলে দূতাবাস সূত্র জানিয়েছে।
Comments