রাশিয়ার নিষেধাজ্ঞার জবাব দিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। ছবি: সংগৃহীত

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত নিষেধাজ্ঞার তালিকায় ২২৮ জন অস্ট্রেলিয়ানের নাম রয়েছে। তার মধ্যে আছে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসনের নামও।

এই নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় স্কট মরিসন গণমাধ্যমকে বলেছেন, গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোর জন্য 'সম্মানের ব্যাজ' হিসেবে এটি পরতে পেরে আমি খুশি। আমি যে বিষয়গুলোর পক্ষে দাঁড়িয়েছি, এই নিষেধাজ্ঞা তার প্রতি একটি স্পষ্ট হুমকি।

রুশ নাগরিকদের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মস্কো বলেছে যে, সম্প্রতি অস্ট্রেলিয়া ৬৭ জন রুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর তারা ২২৮ জন অস্ট্রেলিয়ান নাগরিকের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।

ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার 'স্টপ লিস্টে' অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীসহ জাতীয় নিরাপত্তা কমিটি, প্রতিনিধি পরিষদ, সিনেট এবং আঞ্চলিক আইনসভার সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়ার সরকারের বন্ধুত্বহীন পদক্ষেপের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাশিয়া অস্ট্রেলিয়াকে সতর্ক করে দিয়ে বলেছে, 'কালো তালিকায়' অস্ট্রেলিয়ার যেকোনো সামরিক, ব্যবসায়ী, বিশেষজ্ঞ এবং সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হতে পারে যদি তারা রাশিয়াবিরোধী মনোভাব পোষণ করেন।

স্কট মরিসন মস্কোর 'টিট ফর-ট্যাট' নিষেধাজ্ঞা নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, 'আমি শুধু রাশিয়ার কাছ থেকে নয়, আমাদের নিজেদের অঞ্চলের দেশগুলো থেকেও অনেক সমালোচনার মুখোমুখি হয়েছি।'

'আমার পুরো রাজনৈতিক জীবনে, তা অর্থনীতিতে হোক, সীমান্তে হোক, জাতীয় নিরাপত্তার বিষয়ে হোক ও সামাজিক পরিষেবা নীতির বিষয়ে হোক, আমি সবসময়ই খুব পরিষ্কার ছিলাম', যোগ করেন তিনি।

উল্লেখ্য, রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে অস্ট্রেলিয়ার সরকার ইউক্রেনের জন্য মানবিক ও সামরিক সহায়তা এবং শরণার্থী পুনর্বাসনে এখন পর্যন্ত প্রায় ১৫৭ মিলিয়ন ডলার প্রদান করেছে।

এ ছাড়া, ফেডারেল সরকার চলতি বছরের পাশাপাশি আগামী বছরেও ইউক্রেনীয়দের জন্য ৩ বছরের অস্থায়ী মানবিক ভিসা বরাদ্দ করার প্রতিশ্রুতি দিয়েছে।

সেই সঙ্গে অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার ইতোমধ্যে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার একটি দীর্ঘ তালিকা প্রয়োগ করেছে। ৫০০ রাশিয়ান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে রাশিয়া থেকে তেল, কয়লা ও গ্যাস আমদানির ওপর।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

For the poor, inflation means a daily struggle

As inflation greets Bangladeshis at breakfast time, even the humble paratha becomes a symbol of struggle. Once hearty and filling, it now arrives thinner and lighter -- a daily reminder of the unending calculations between hunger and affordability.

7h ago