শাহজালালের পার্কিংয়ের দোতলায় আমিরাতগামীদের পিসিআর পরীক্ষা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুতল গাড়ি পার্কিংয়ের ২য় তলায় আজ শনিবার দিবাগত রাত থেকে সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের পিসিআর পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে।
সেখানে প্রতিদিন ৬ ঘণ্টা করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ ও প্রতিবেদন সরবরাহ করা হবে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান আজ শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে সেপ্টেম্বরের শেষের দিক থেকে বিমানবন্দরের টার্মিনাল ভবনে আমিরাতগামী যাত্রীদের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা শুরু হয়।
এতে বিমানবন্দরের মূল এলাকায় বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল এবং বিভিন্ন গন্তব্যের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হতো বলে স্থান পরিবর্তন করা হলো।
শাহজালালে প্রতিদিন গড়ে প্রায় ২ হাজার যাত্রী সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। তাদের বেশিরভাগই প্রবাসী কর্মী।
আমিরাতগামীদের অবশ্যই ফ্লাইটের ৬ ঘণ্টার মধ্যে পরীক্ষা করা করোনা নেগেটিভ সনদ থাকতে হয়।
Comments