মধ্যপ্রাচ্যের ফ্লাইটের টিকিটের দাম কমাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চিঠি
মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইটের টিকেটের অতিরিক্ত দামের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার পাঠানো এ চিঠিতে ফ্লাইটের টিকিটের দাম কমাতে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুস সালেহীন দ্য ডেইলি স্টারকে চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আমরা বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে নিয়েছি। আমরা সংশ্লিষ্ট বিভিন্ন ফোরামে ইতিমধ্যে বিষয়টি (টিকেটের উচ্চ মূল্য) জানিয়েছি। আমাদের মন্ত্রী সমস্যাটি সমাধানে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে একটি ডেমি অফিসিয়াল (ডিও) চিঠি দিয়েছেন।'
তিনি জানান, বিমান পরিবহন মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে ফ্লাইটের টিকেটের দাম যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার অনুরোধ জানানো হয়েছে।
তিনি বলেন, 'আমি মনে করি মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে বিমান ভাড়া যুক্তিসঙ্গতভাবে নির্ধারণ করা উচিত।'
এর আগে গত মঙ্গলবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যেতে এয়ারলাইনসগুলোর টিকেটের দাম নিয়ন্ত্রণে একটি নিয়ন্ত্রক বোর্ড গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানায় অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।
সংগঠনটি জানায়, দুবাই ও আবুধাবি রুটে আগে ভাড়া ছিল ৪০ হাজার টাকা। বর্তমান তা ৮৭ হাজার টাকা। মাস্কাট রুটে আগে ভাড়া ছিল ৩৫ হাজার টাকা। বর্তমান এটি ৭২ হাজার টাকা। সৌদি আরব যেতে আগে ৪২ হাজার টাকা লাগলেও, বর্তমানে খরচ হয় ৭৫ হাজার টাকা।
Comments