ব্যবসায়িক ও স্টুডেন্ট ভিসার যাত্রীদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে পেট্রাপোল
বেনাপোল দিয়ে ব্যবসায়িক ও স্টুডেন্ট ভিসায় যাত্রীদের ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে পেট্রাপোল ইমিগ্রেশন।
আজ মঙ্গলবার সকাল থেকে ব্যবসায়িক ও স্টুডেন্ট ভিসার যাত্রীরা বেনাপোল ও পেট্রাপোল দিয়ে ভারতে যাতায়াত করতে পারছেন।
বেনাপোল ইমিগ্রেশন ওসি মো. রাজু আহম্মেদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন ব্যবসায়িক ও স্টুডেন্ট ভিসার যাত্রীদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। বেনাপোল বন্দর দিয়ে বর্তমানে বিজনেস, মেডিকেল ও স্টুডেন্ট ভিসায় ২ দেশের মধ্যে যাত্রী পারাপার হচ্ছে। গত বছরের ১৩ মার্চ থেকে টুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ আছে। তবে, কারো ভিসায় বাই এয়ার লেখা থাকলে তাকে এয়ারেই ভারতে যেতে হবে। সড়কপথে যেতে পারবেন না।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার শুভাশিষ রায় বলেন, 'ওমিক্রনের সংক্রমণ প্রতিরোধে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভারত কোনো যাত্রী করোনার উপসর্গ নিয়ে ফিরলে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।'
বেনাপোল বন্দর পরিচালক মো. মনিরুজ্জামান জানান, করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ প্রতিরোধে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। ভারতীয় ট্রাক চালকদের বন্দরে প্রবেশের সময় স্বাস্থ্য পরীক্ষা ও পণ্যবাহী ট্রাকে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।
তিনি আরও জানান, পার্শ্ববর্তী দেশ ভারতে এ পর্যন্ত ৩৭ জন ওমিক্রনে আক্রান্তের খবর পাওয়া গেছে। তবে, বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি, রপ্তানি, যাত্রী পারাপার চালু আছে। তবে, তাদের মাধ্যমে কোনোভাবে যেন ওমিক্রন না ছাড়ায় তার জন্য সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে বেনাপোল বন্দর ও ইমিগ্রেশনে।
মো. মনিরুজ্জামান জানান, ৩ দিন আগে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন ব্যবসায়িক ও স্টুডেন্ট ভিসায় যাতায়াত বন্ধ করলেও তিন দিন পর তা আবারও স্বাভাবিক হয়েছে। বর্তমানে ভারত থেকে করোনা উপসর্গ নিয়ে কেউ ফিরলে তাকে র্যাপিড এন্টিজেন পরীক্ষার পর করোনা নেগেটিভ হলে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হচ্ছে।
Comments