বিমানের সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল

ফাইল ফটো

বন্যা পরিস্থিতির কারণে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ শুক্রবার দুপুর থেকে এ বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইটগুলো বাতিল করা হয়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ গণমাধ্যমকে বলেন, 'বিমানবন্দরের রানওয়ে পানির নিচে ডুবে গেছে। অনেক যন্ত্রপাতিও পানির নিচে। এ জন্য বিমানবন্দরটি ৩ দিনের জন্য বন্ধ করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।'

বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'বর্তমান পরিস্থিতিতে আগামী ২১ জুন পর্যন্ত সিলেট থেকে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর চালু হলে ফের ফ্লাইট শুরু হবে।'

সিলেট বিমানবন্দর থেকে যুক্তরাজ্যে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করে বিমান। তবে, পাহাড়ি ঢলে সৃষ্ট হঠাৎ বন্যার কারণে শুক্রবার দুপুর থেকে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Comments