বাংলাদেশসহ ১৮ দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার ওমানের

ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনালের কাউন্টারে প্রবাসীদের ভিড়। ফাইল ছবি, এএফপি

করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের চার মাস পর আগামী ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশসহ ১৮টি দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ওমান।

মেডিকেল রেসপন্স, পাবলিক হেলথ সেক্টর এবং রয়েল ওমান পুলিশের সমন্বয়ে গঠিত করোনা প্রতিরোধ সংক্রান্ত সুপ্রিম কমিটির নির্দেশে ওমান সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) আজ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

তবে, ওমানে ভ্রমণকারী যাত্রীদের অবশ্যই স্বাস্থ্য কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত করোনা ভ্যাকসিনের উভয় ডোজ নিতে হবে এবং অবশ্যই কিউআর কোডসহ একটি ভ্যাকসিন সনদ বহন করতে হবে। তবে, দ্বিতীয় ডোজ গ্রহণ ভ্রমণের ১৪ দিনের কম সময়ের মধ্যে নিলে হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওমানের নাগরিক, প্রবাসী, ওমান ভিসাধারী, ওমান ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন নেই এবং যারা প্রবেশের পর ভিসা পেতে পারেন- তাদের প্রাক-কোভিড-১৯ পদ্ধতি অনুসরণ করে কাউন্টিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

তবে, ১৮ বছরের কম বয়সীদের ওমান ভ্রমণের সময় পিসিআর সনদ এবং ভ্যাকসিনের প্রমাণ উপস্থাপন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ এই ১৮টি দেশে আটকে পড়া শত শত প্রবাসীর জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত একটি স্বস্তির খবর।

Comments

The Daily Star  | English
US dollar price rises

Explanations sought from 13 banks for higher USD rate

BB issued letters on Dec 19 and the deadline for explanation ends today

47m ago