প্রতি সপ্তাহে কাঠমান্ডু যাবে বিমানের ৫টি ফ্লাইট
হিমালয়ের দেশ নেপালে ভ্রমণে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কাঠমান্ডুর সঙ্গে সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আগামী ২৮ মার্চ থেকে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা ৩টির পরিবর্তে সাপ্তাহিক ৫টি ফ্লাইট পরিচালনা করবে।
নেপালের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার আনিসুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'সপ্তাহের রোববার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার ও শনিবার ঢাকা এসব ফ্লাইট ছেড়ে যাবে।'
তিনি আরও বলেন, 'করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে নেপাল ভ্রমণকারীর সংখ্যা বাড়ছে।'
এ ছাড়া, ঢাকা থেকে বিমানে ওঠার আগে বা ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর কোনো পিসিআর টেস্টের প্রয়োজন হবে না বলে বিমান সূত্রে জানা গেছে।
Comments