দেশে ফিরলেন আফগানিস্তানে আটকে পড়া ৩ বাংলাদেশি

তালেবানের দখলের পর আফগানিস্তানে আটকা পড়া তিন বাংলাদেশি আজ ঢাকায় পৌঁছেছেন। এ সময় আরও ১২ জন দেশে ফেরার পথে ছিলেন।

গত ২২ আগস্ট ব্র্যাক ইন্টারন্যাশনালের এই তিন কর্মকর্তাকে আফগানিস্তান থেকে সরিয়ে কাজাখিস্তানে নেওয়া হয়। সেখান থেকে তারা তুর্কি এয়ারলাইন্সে একটি ফ্লাইটে দেশে ফেরেন। আজ শনিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ব্র্যাক।

বিবৃতিতে বলা হয়েছে, ব্র্যাক ইন্টারন্যাশনালের মোট ১২ জন বাংলাদেশি কর্মীর মধ্যে ছয় জন গত ১৫ আগস্ট তালেবানের দখলের আগে দেশে ফিরেছিলেন। বাকি ছয় জনের মধ্যে তিন জন আজ দেশে ফিরেছেন। বাকি তিন জন এখনো কাবুলে আছেন এবং তারা নিরাপদে আছেন বলে জানা গেছে।

গত ১৯ বছর ধরে আফগানিস্তানে কর্মরত ব্র্যাক জানিয়েছে, আফগানিস্তানে আটকে পড়াদের বাংলাদেশে ফেরত আনার সর্বোচ্চ চেষ্টা করছে ব্যাক।

এছাড়া, আরও ১২ বাংলাদেশিকে কাতারে সরিয়ে নেওয়া হয়, যাদের মধ্যে ছয়জন টেলিকম প্রকৌশলী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর ১৬০ জন আফগান শিক্ষার্থীর মধ্যে কয়েকজনকে কাতারে সরিয়ে নেওয়া হয়েছে।

আফগানিস্তানের টেলিফোন সিস্টেমস ইন্টারন্যাশনালের পিবিএক্স অ্যান্ড কন্ট্যাক্ট সেন্টার অপারেশনের প্রধান রাজিব বিন ইসলাম গতকাল রাতে এই সংবাদদাতাকে বলেন, তাদের কোম্পানির সহায়তায় টেলিকম প্রকৌশলীদের মধ্যে ছয়জন বিমানবন্দরের ভিতরে প্রবেশ করতে সক্ষম হন।

তিনি বলেন, 'এরপর মার্কিন দূতাবাস এবং মার্কিন সামরিক সহায়তায় আমরা তাদের নাগরিকদের সঙ্গে কাতারের দোহায় পৌঁছাই।'

এরপর তারা ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামসকে জানান। তিনি দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে দেশে ফিরতে বাংলাদেশিদের সব ধরনের সহায়তার পরামর্শ দেন।

রাজিব বিন ইসলাম বলেন, 'আমরা ইতোমধ্যে আরও ব্যবস্থার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করছি। আমরা নিরাপদ এবং দোহার একটি মার্কিন ঘাঁটিতে অন্যান্য মার্কিন নাগরিকদের সঙ্গে আছি।'

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস গতকাল এই সংবাদদাতাকে বলেন, গতকাল রাতে অন্য ছয় বাংলাদেশিকে কাতারে যাওয়ার কথা ছিল।

তিনি জানান, চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ)-এর প্রায় ১৬০ জন আফগান শিক্ষার্থীর কয়েকজন শিক্ষার্থীর থাকার কথা।

মাশফি বিনতে শামস আরও জানান, আটকে পড়া অন্য বাংলাদেশিরা এখনো ফিরে আসার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে যাননি

Comments

The Daily Star  | English

Postgrad doctors block Shahbagh demanding stipend hike

The blockade resulted in halt of traffic movement, causing huge suffering to commuters

6m ago