দুবাইয়ের উদ্দেশে আজ রাতে ঢাকা ছাড়ছে এমিরেটসের ফ্লাইট

প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

আজ রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইট দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে।

বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ড. ইশরাক শাহরিয়ার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আজ রাত ১টা ৪০ মিনিটে ৪৫ জন যাত্রী নিয়ে এমিরেটসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হবে।'

তিনি আরও বলেন, 'সন্ধ্যা ৭টা থেকে আমরা বিমানবন্দরের ল্যাবে আমিরাতগামী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছি।'

কোভিড -১৯ এর পরীক্ষার জন্য প্রত্যেক যাত্রীকে ১ হাজার ৬০০ টাকা খরচ করতে হবে বলে জানান তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা ৬টি আরটি-পিসিআর ল্যাবের অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এর ফলে বিমানবন্দরে করোনা টেস্ট করিয়ে বাংলাদেশের যাত্রীদের সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, আবুধাবি ও শারজাহ যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকল না।

Comments

The Daily Star  | English

Extortionists' list almost complete, drive soon: DMP cheif

He warned that no one involved in extortion would be spared, urging individuals to refrain from such activities

1h ago