টিকা নিলে ভারত ভ্রমণে কোয়ারেন্টিন লাগবে না বাংলাদেশিদের

করোনা শনাক্তের সংখ্যা কমতে শুরু করায় আন্তর্জাতিক ভ্রমণ বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

আজ বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, করোনার টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া থাকলে বাংলাদেশ ও নেপালসহ ৮২টি দেশের মানুষ কোয়ারেন্টিন ছাড়াই ভারত ভ্রমণ করতে পারবে। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর করা হবে।

নতুন নির্দেশনায় বিমানবন্দর বা স্থলবন্দরে পৌঁছানোর পর ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন বাতিল করা হয়েছে। পাশাপাশি, 'ঝুঁকিপূর্ণ' দেশ থেকে ভ্রমণকারীদের বাধ্যতামূলক অন এরাইভাল করোনা পরীক্ষার প্রয়োজন হবে না।

ডি-বোর্ডিংয়ের পরে বিমান যাত্রীদের ২ শতাংশের নমুনা সংগ্রহ করা হবে। তবে এই যাত্রীরা আরটি-পিসিআর পরীক্ষার ফলের জন্য অপেক্ষা না করে বিমানবন্দর ছেড়ে যেতে পারবেন।

যাত্রীদের আগমনের পর অষ্টম দিনে করোনা পরীক্ষা করানো বা পরীক্ষার ফল সরকারি পোর্টালে আপলোড করার নিয়মও আর থাকছে না।

যদিও ভ্রমণকারীদের যাত্রার ৭২ ঘণ্টা আগে আরটি-পিসিআরে পরীক্ষা করা করোনা নেগেটিভ রিপোর্ট আপলোড করতে হবে। বিকল্প হিসেবে করোনার টিকার সম্পূর্ণ ডোজ নেওয়ার সনদপত্রও আপলোড করা যাবে।

Comments

The Daily Star  | English

ICT trailblazers honoured

Five companies and two individuals were honoured this evening at the 9th BRAC Bank-The Daily Star ICT Awards in recognition of their exceptional contributions to the advancement of Bangladesh’s information and communication technology sector

6h ago