শাহজালালে ২ উড়োজাহাজের সংঘর্ষ: মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে ধাক্কায় ক্ষতিগ্রস্ত উড়োজাহাজের পেছনের অংশ। ছবি: সংগৃহীত

শাহজালালে বিমানের ২ উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামের নেতৃত্বে গঠিত এই কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু সালেহ মোস্তফা কামাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কমিটির অপর ৩ সদস্য হলেন-বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপপরিচালক আবদুল কাদির, বিমানের ম্যানেজার ট্রেনিং আনোয়ার হোসেন ও মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল আউয়াল।

কমিটিকে ঘটনার পেছনের কারণ ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে বলা হয়েছে।

এ ছাড়া কমিটি এ ঘটনায় আর্থিক ও অন্যান্য ধরনের ক্ষয়ক্ষতি নিরূপণ করবে।

গতকাল সোমবার মেরামত করে হ্যাঙ্গারে ঢোকানোর সময় একটি উড়োজাহাজের সামনের অংশ (নোজ) আরেকটি উড়োজাহাজের পেছনের অংশে (টেইল) গিয়ে ধাক্কা দেয়।

সংঘর্ষে দুটি উড়োজাহাজে আঁচড় পড়ে এবং এখন চলাচলের অনুপযোগী হয়ে গেছে।

গত ২ মাসের মধ্যে তৃতীয় এমন ঘটনায় বিমানের উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে।

অসাবধানতার কারণেই এসব দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

গত ১৫ ফেব্রুয়ারি বিমানের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ কুয়ালালামপুর যাওয়ার পথে মাঝ আকাশে একটি উইন্ডশিল্ডে ফাটল দেখা যায়। পরে সেটি মালয়েশিয়া থেকে ফিরিয়ে আনা হয়।

৬ মার্চ সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানের একটি উড়োজাহাজের ইঞ্জিনে পাখি ধাক্কা দিলে আরেকটি বোয়িং ক্ষতিগ্রস্ত হয়।

সাম্প্রতিক এসব দুর্ঘটনার ফলে বিমানের ২১টি উড়োজাহাজের মধ্যে ৪টি চলাচলের অনুপযোগী হয়ে গেছে।

এতে ফ্লাইটের সময়সূচিতে বিশৃঙ্খলা দেখা দেবে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তারা মনে করছেন।

Comments

The Daily Star  | English

Public gatherings banned in key Dhaka areas from May 18: ISPR

Restrictions imposed to maintain order near Chief Adviser’s Office, military zones

6m ago