শাহজালালের হ্যাঙ্গারে ২ উড়োজাহাজে ধাক্কা
ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমানের দুটি বোয়িং উড়োজাহাজ একটি অন্যটির সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু সালেহ মোস্তফা কামাল দ্য ডেইলি স্টারকে বলেন, মেরামত করে হ্যাঙ্গারে ঢোকানোর সময় একটি উড়োজাহাজের সামনের অংশ (নোজ) আরেকটি উড়োজাহাজের পেছনের অংশে (টেইল) গিয়ে ধাক্কা দেয়।
তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, দুর্ঘটনার কারণ ও দায়ীদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হ্যান্ডলিংয়ের সময় বোয়িং ৭৩৭ ও বোয়িং ৭৭৭ মডেলের উড়োজাহাজ দুটিতে আচড় লেগেছে। ক্ষতির পরিমাণ জানতে উড়োজাহাজদুটি প্রকৌশল ও রক্ষণাবেক্ষণ ইউনিটে পাঠানো হয়েছে। আমাদের প্রকৌশলীরা এটি মেরামত করতে পারবে কিনা জানার চেষ্টা চলছে।
বিমানের সূত্রগুলো জানায়, গতকাল রোববার এই ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত দুটি উড়োজাহাজই এখন গ্রাউন্ডেড অবস্থায় আছে। এই ঘটনায় দুবাইগামী একটি ফ্লাইট সোমবার পিছিয়ে দেওয়া হয়েছে।
Comments