আজ রাতে ঢাকা ফিরবেন আফগানিস্তানে কর্মরত ৬ বাংলাদেশি প্রকৌশলী
আফগানিস্তান থেকে কাতারে সরিয়ে নেওয়া ছয় বাংলাদেশি প্রকৌশলী আজ রাতে ঢাকা ফিরবেন। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
ছয় জন হলেন-রাজিব বিন ইসলাম, মো. কামরুজ্জামান, মোহাম্মাদ নজরুল ইসলাম, ইমরান হোসেন, আবু জাফর মো. মাসুদ করিম ও শেখ ফরিদ উদ্দিন।
গত শুক্র ও শনিবার চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ১৬০ জন আফগান শিক্ষার্থী ও অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে ওই ছয় জন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারকে আফগানিস্তান থেকে কাতারের দোহায় সরিয়ে নেওয়া হয়।
গত ১৬ আগস্ট তাদের দেশে ফেরার কথা ছিল। তবে, ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর তাদের সেই ফ্লাইট বাতিল হয়ে যায়। এরপর যেদিন কাবুল বিমানবন্দরে দুটি বোমা বিস্ফোরণে প্রায় শ' খানেক মানুষ মারা যান, ওই দিন দুপুরে আবারও তাদের ফ্লাইটটি বাতিল হয়ে যায়।
অবশেষ যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সহায়তায় আটকে পড়া বাংলাদেশি ও আফগান শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, ছয় জন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার দোহা ত্যাগ করেছেন এবং তারা দুবাই হয়ে ঢাকা ফিরবেন।
ওই কর্মকর্তা আরও জানান, কয়েক দিনের মধ্যে বাকি ছয় বাংলাদেশি ও আফগান শিক্ষার্থীদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে।
Comments