লেবাননে করোনা টিকা নিতে বাংলাদেশিদের ভিড়
লেবাননে প্রবাসীদের বিশেষ টিকাদান কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিরাও করোনার টিকা নিয়েছেন।
গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনের টিকাদান কর্মসূচি আগামীকাল বৃহস্পতিবার শেষ হবে।
প্রথমদিনে প্রায় ৬৫০ জন বাংলাদেশি টিকা নিয়েছেন বলে দূতাবাস সূত্রে জানা গেছে।
রাজধানী বৈরুতের শহরতলীর ইজদাইদি এলাকার সাজেস স্কুলে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইএমও) যৌথভাবে এই টিকাদান কর্মসূচির আয়োজন করেছে।
প্রথম দুই দিনে টিকাকেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করে বাংলাদেশিদের টিকা নিতে দেখা যায়।
বাংলাদেশিদের টিকা নেয়ার কার্যক্রম সরেজমিনে দেখতে এসে দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন জানান, দূতাবাসের সার্বক্ষণিক যোগাযোগ এবং প্রচার প্রচারণার ফলে প্রবাসী বাংলাদেশিরা উদ্বুদ্ধ হয়ে টিকা গ্রহণ করছে।
তিনি বাংলাদেশিদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে সবাইকে টিকা নেওয়ার অনুরোধ জানান।
দেশটিতে বসবাসরত ৩০ বছরের বেশি সব দেশের প্রবাসীরা প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে এই কর্মসূচির আওতায় টিকা নেয়ার সুযোগ পাচ্ছে।
সুব্রত সাহা বাবু, লেবাননপ্রবাসী সাংবাদিক
Comments