নিজের কারখানায় অ্যালকোহল উৎপাদন বন্ধ রেখে স্যানিটাইজার তৈরি করতেন শেন ওয়ার্ন
থাইল্যান্ডে ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্নের মৃত্যুর প্রায় এক সপ্তাহ পর মরদেহ আজ রাতে অস্ট্রেলিয়ায় নেওয়া হবে।
শেন ওয়ার্নের মরদেহ বহনকারী চার্টার ফ্লাইটটি রাত সাড়ে ৮টার দিকে মেলবোর্নের এসেনডন বিমানবন্দরে পৌঁছাবে। হাসপাতাল থেকে থাই পুলিশ ব্যাংককের বিমানবন্দরে তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটিকে 'এসকর্ট' করে।
অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ আঘাত হানার পর বিপর্যস্ত অস্ট্রেলিয়ানদের পাশে দাঁড়িয়েছিলেন ক্রিকেট লিজেন্ড শেন ওয়ার্ন।
করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে পার্থের উত্তর শহরতলির একটি হাসপাতাল থেকে এক মহিলা চিকিৎসা সামগ্রী চুরি করলে তাতে ব্যথিত হন শেন ওয়ার্ন। তিনি বুঝতে পারেন চিকিৎসা সামগ্রীর প্রয়োজনীয়তার কথা।
এরই প্রেক্ষিতে তিনি তার নিজের কারখানায় অ্যালকোহল উৎপাদন বন্ধ করে দিয়ে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা শুরু করেন।
একটি বিবৃতিতে তখন বলা হয়, সংস্থাটি খুব কম খরচে পশ্চিম অস্ট্রেলিয়ার ২টি হাসপাতালে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করবে।
শেন ওয়ার্ন তার ইনস্টাগ্রামে খবরটি শেয়ার করে বলেছিলেন, 'আমার কোম্পানি সেভেন জিরো এইট এ কাজটি করতে পেরে গর্বিত।'
তিনি বলেছিলেন 'এখন অস্ট্রেলিয়ানদের জন্য একটি চ্যালেঞ্জিং সময় এবং আমাদের সবাইকে করোনার বিরুদ্ধে লড়াই করতে এবং জীবন বাঁচাতে সাহায্য করার জন্য যা করতে পারি তা করতে হবে।'
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments