চীনা সামাজিক মাধ্যম নিয়ে অস্ট্রেলিয়ার রাজনীতিতে তোলপাড়

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে চীনা সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহার করতে বাধা দেওয়ার পর অস্ট্রেলিয়ান রাজনীতিবিদরা 'উইচ্যাট' বর্জন আহ্বানের মুখোমুখি হচ্ছেন।

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে দেশে স্থায়ীভাবে বাস করা বিপুল সংখ্যক চাইনিজ ভোটারদের সঙ্গে রাজনীতিবিদদের যোগাযোগ ও মতবিনিময়ের অন্যতম প্রধান মাধ্যম উইচ্যাট। 

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনের আগে দেশটির প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টটি ব্লক করার পর ক্ষমতাসীন দলের নেতারা উইচ্যাট ব্যবহার থেকে বিরত থাকার জন্য সমস্ত রাজনীতিবিদকে অনুরোধ জানিয়েছেন। 

নির্বাচনের আগে চীনা সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য অস্ট্রেলিয়ান রাজনীতিবিদদের কাছে উইচ্যাট একটি ক্রমবর্ধমান প্রচারাভিযানের হাতিয়ার হয়ে উঠেছে।
 
সামাজিক যোগাযোগমাধ্যম গবেষক অ্যালেক্স জোসকে বলেছেন, 'জাতীয় নিরাপত্তার উদ্বেগের কারণে উইচ্যাটের ওপর আর নির্ভর করা আমাদের উচিত নয়।'

তিনি এসবিএস নিউজকে আরও বলেন, 'রাজনীতিবিদরা উইচ্যাটকে তাদের নির্বাচনী প্রচারণার একটি অপরিহার্য অংশ হিসেবে দেখতে শুরু করেছেন। কিন্তু রাজনৈতিক দল এবং সরকারকে উইচ্যাটের মাধ্যমে রাজনৈতিক হস্তক্ষেপ এবং নজরদারির গুরুতর ঝুঁকি চলতে দেওয়া উচিত নয়।'

চিশলমের ভিক্টোরিয়ান আসন থেকে নির্বাচিত চাইনিজ বংশোদ্ভূত লিবারেল সংসদ সদস্য গ্ল্যাডিস লিউ জানিয়েছেন, তিনি তার প্রচারে আর উইচ্যাট ব্যবহার করবেন না। তার নির্বাচনী এলাকায় চীনা অস্ট্রেলিয়ানদের একটি বিশাল জনগোষ্ঠী বাস করে। 

সংসদীয় গোয়েন্দা ও নিরাপত্তা কমিটির চেয়ারম্যান লিবারেল সিনেটর জেমস প্যাটারসন বলেছেন, 'উইচ্যাট প্রধানমন্ত্রীকে সেন্সর করেছে। এটি চীনা কমিউনিস্ট পার্টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে।'

সুইনবার্ন ইউনিভার্সিটির চীন বিষয়ক বিশ্লেষক অধ্যাপক জন ফিটজেরাল্ড বিশ্বাস করেন যে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট ব্লক করে অস্ট্রেলিয়ান রাজনীতিবিদদের 'বিদ্রূপ' করা হয়েছে। 

তিনি বলেন, 'আসুন সিরিয়াস হই। রাজনৈতিক প্লেবুক থেকে উইচ্যাট এবং অন্যান্য চীনভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো সরিয়ে ফেলার সময় এসেছে।'

১০ জানুয়ারি স্কট মরিসনের নামের অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করার অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠানো হলেও তার উত্তর দেওয়া হয়নি।

এটা বোঝা যাচ্ছে যে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করার জন্য প্রধানমন্ত্রীর অফিসের অনুরোধ উপেক্ষা করা হয়েছে।

অস্ট্রেলিয়ার এসবিএস নিউজ চাইনিজ অ্যাকাউন্টের নতুন অপারেটরের সঙ্গে যোগাযোগ করেছে। সেখান থেকে দাবি করা হয়েছে যে, তারা বৈধভাবে অ্যাকাউন্টটি ব্লক করেছেন।

ফেডারেল সরকারের কোষাধ্যক্ষ জোশ ফ্রাইডেনবার্গ সাংবাদিকদের বলেছেন, এটি অস্ট্রেলিয়ান চীনা সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগের একটি পদ্ধতি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সমস্ত রাজনীতিবিদদের কাছে দেওয়া উচিত। এটি একটি রাজনৈতিক ফুটবল হওয়া উচিত নয়। খুবই হতাশাজনক যে প্রধানমন্ত্রীকে সেই অ্যাক্সেস থেকে বাধা দেওয়া হয়েছে।'

বিরোধীদলীয় নেতা অ্যান্থনি আলবানিজের অ্যাকাউন্ট ব্যাহত হয়নি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, 'প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট ব্লক করার বিষয়ে কীভাবে প্রতিক্রিয়া জানাবেন সে সম্পর্কে আরও সময় নিতে হবে।'

উইচ্যাট অফিসিয়াল অ্যাকাউন্ট যা ফেসবুকের অফিসিয়াল পেজের মতো। পাবলিক ফিগার, মিডিয়া, কোম্পানি এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ১ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারীদের সঙ্গে সংযোগ করতে দেয়।  

 

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

Cyber protection ordinance: Draft fails to shake off ghosts of the past

The newly approved draft Cyber Protection Ordinance retains many of the clauses of its predecessors that drew flak from across the world for stifling freedom of expression.

7h ago