ইউক্রেন থেকে দূতাবাস সরিয়ে নিলো অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার 'হুমকি ও গুন্ডামিপূর্ণ' আচরণকে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন।
রুশ আক্রমণের উদ্বেগের মধ্যে আজ রোববার ইউক্রেন থেকে অস্ট্রেলিয়ার দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ম্যারিস পেইন বলেছেন, 'সরকার রাজধানী কিয়েভের দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে এবং সেখানকার কর্মীদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।'
অস্ট্রেলিয়ান কূটনীতিকরা তাদের কার্যক্রম পশ্চিম ইউক্রেনের লভিভের একটি অস্থায়ী অফিসে স্থানান্তর করবেন।
ম্যারিস পেইন আর বলেন, 'আমরা অস্ট্রেলিয়ানদের অবিলম্বে ইউক্রেন ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছি। নিরাপত্তা পরিস্থিতি যেকোনো সময় পরিবর্তন হতে পারে। অস্ট্রেলিয়া ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করে যাচ্ছে।'
রাশিয়া ইউক্রেন সীমান্তে ১ লাখ সেনা মোতায়েন করেছে এবং বেলারুশে প্রশিক্ষণের জন্য সেনা পাঠিয়েছে। ওয়াশিংটন এবং তার মিত্ররা দাবি করছে, যেকোনো মুহূর্তে সেখানে আক্রমণ শুরু হতে পারে। তবে মস্কো এই দাবি বরাবরই অস্বীকার করে আসছে।
ইউক্রেন বিষয়ে চীনের 'শীতল অবস্থান' সম্পর্কে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, 'যখন স্বৈরাচারীরা একসঙ্গে কাজ শুরু করে, এইভাবে সহযোগিতা করে এবং অংশীদার হয়, তখন অস্ট্রেলিয়ার মতো যে দেশগুলো গণতন্ত্রকে ভালোবাসে, তাদের জন্য প্রকৃত উদ্বেগ তৈরি হয় এবং সে কারণেই আমরা এই বিষয়ে এত শক্তিশালী অবস্থান গ্রহণ করি।'
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments