ইউক্রেনীয় শরণার্থীদের নিজ বাড়িতে থাকার প্রস্তাব অস্ট্রেলিয়ানদের
দেড় হাজারের বেশি অস্ট্রেলিয়ান নাগরিক ইউক্রেন থেকে আগত অস্থায়ী ভিসাধারী শরণার্থীদের নিজ বাড়িতে থাকার প্রস্তাব দিয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ব্যাপ্তি বাড়ার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ায় পালিয়ে আসা উদ্বাস্তুদের পুনর্বাসনের প্রয়োজনীয়তা বাড়ছে।
এ অবস্থায় অস্ট্রেলিয়ায় আগে থেকেই বসবাসরত ইউক্রেনীয় নাগরিকরা অনুদান সমন্বয় করে এই চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টা করছেন। এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার নাগরিকরাও।
দক্ষিণ আফ্রিকা থেকে আসা ডেল এবং কেলি লিবেনবার্গ দম্পতি ১১ বছর ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। তারাও তাদের সিডনির বাড়িতে শরণার্থীদের থাকার ব্যবস্থা করেছেন।
মিসেস লিবেনবার্গ এসবিএস নিউজকে বলেন, 'আমরা যখন প্রথম অস্ট্রেলিয়ায় আসি, তখন আমরা এখানে কাউকেই চিনতাম না। তাই আমরা জানি যে, এখানে সাহায্য করার জন্য কেউ না থাকার বিষয়টি কত কষ্টের।'
তিনি আরও বলেন, 'এই মুহূর্তে ইউক্রেনে যা ঘটছে তা হৃদয়বিদারক। তাই সেখান থেকে পালিয়া আসা মানুষদের জন্য কিছু করতে পারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।'
এদিকে অস্ট্রেলিয়ায় শরণার্থীদের বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি তাদের শিক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ইউক্রেনীয় কাউন্সিল অফ নিউ সাউথ ওয়েলসের পরিচালক অ্যান্ড্রু মেনসিনস্কি জানিয়েছেন, ইউক্রেনীয়দের জন্য অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার প্রায় ৫ হাজার অস্থায়ী ভিসা অনুমোদন করেছে। কিন্তু ভিসার ব্যাপারে আরও সহযোগিতা দরকার।
তিনি আরও জানান, কাউন্সিলের পক্ষ থেকে জামাকাপড় সংগ্রহ করে ও জরুরিভাবে স্বল্পমেয়াদী বাসস্থানের ব্যবস্থা করে আগত শরণার্থীদের সহযোগিতা করা হচ্ছে।
অ্যান্ড্রু মেনসিনস্কির ভাষ্য, এই মুহূর্তে সরকারি সংস্থাগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এরমধ্যে ৭০০ ইউক্রেনীয় নাগরিক মানবিক ভিসা নিয়ে অস্ট্রেলিয়ায় এসেছেন।
আকিদুল ইসলাম : অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments