আফগান নাগরিকদের ১৫ হাজার ভিসা দেবে অস্ট্রেলিয়া
মানবিক ভিসা প্রোগ্রাম ও পারিবারিক স্কিমের আওতায় ১৫ হাজার আফগান নাগরিককে ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।
এ ব্যাপারে অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী অ্যালেক্স হক বলেছেন, মানবিক ভিসা প্রোগ্রামের আওতায় আফগান নাগরিকদের আগামী ৪ বছরের মধ্যে ১০ হাজার ও পারিবারিক স্কিমের আওতায় কমপক্ষে ৫ হাজার ভিসা অন্তর্ভুক্ত করা হবে।
অভিবাসনমন্ত্রী বলেন, 'আফগানিস্তানের যুদ্ধ ছিল অস্ট্রেলিয়ার ইতিহাসে দীর্ঘতম যুদ্ধ। হাজার হাজার আফগান নাগরিক জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সাহায্য করেছেন। আফগান শরণার্থীদের প্রতি আমাদের প্রতিশ্রুতি আমরা রক্ষা করবো।'
মন্ত্রী জানান, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তর এর মধ্যে মানবিক কর্মসূচির জন্য সাড়ে ৩২ হাজারের বেশি ভিসা আবেদন পেয়েছে। এ ছাড়া ফেডারেল সরকার অস্থায়ী ভিসায় বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকা আফগানদের অনির্দিষ্টকালের জন্য থাকার অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
অবশ্য দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন সতর্ক করে দিয়ে বলেছেন, 'আমাদের সরকারের পরিকল্পনার অধীনে যারা আসবেন, এই ভিসা শুধু তাদের জন্য। কিন্তু যারা নৌকায় চড়ে কিংবা অন্য কোনো অবৈধ পথে অস্ট্রেলিয়া প্রবেশ করবেন, আমরা তাদের গ্রহণ করবো না।'
তিনি আরও বলেন, 'আমরা মানুষকে অবৈধভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেবো না। আমাদের নীতি বদলায়নি।'
আকিদুল ইসলাম : অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments