অস্ট্রেলিয়ায় মাঙ্কিপক্সে আক্রান্ত ৩৩ জন, বিশেষ সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস ও বন্যা পরিস্থিতির মধ্যে এবার অস্ট্রেলিয়ায় আঘাত হেনেছে মাঙ্কিপক্স। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩ জন।

তাদের মধ্যে নিউ সাউথ ওয়েলসের ১৭ জন, ভিক্টোরিয়ার ১২ জন, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির ২ জন, কুইন্সল্যান্ডের ১ জন এবং দক্ষিণ অস্ট্রেলিয়ার ১ জন আছেন।

অস্ট্রেলিয়ার প্রতিটি রাজ্যে মাঙ্কিপক্সের বিষয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলস হেলথ প্রোটেকশনের নির্বাহী পরিচালক ডা. জেরেমি ম্যাকঅ্যানাল্টি বলেছেন, 'মানুষের মাঙ্কিপক্সের লক্ষণ সম্পর্কে সচেতন হওয়া দরকার। লক্ষণের মধ্যে জ্বর, পেশি ব্যথা, ঠাণ্ডা লাগা, ক্লান্তি এবং হাত-মুখে চিকেন পক্সের মতো ফুসকুড়ি অন্তর্ভুক্ত থাকতে পারে।'

'এই ভাইরাসের লক্ষণগুলো সাধারণত ২ থেকে ৪ সপ্তাহ পর বোঝা যায়। আফ্রিকার ১১টি দেশে এই ভাইরাসটিকে স্থানীয় একটি রোগ বলে মনে করা হয়। সেখানে মৃত্যুর হার ৩ থেকে ৬ শতাংশের মধ্যে। আফ্রিকার দেশগুলোর বাইরে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার কারণে এখন এটি ব্যাপকভাবে আলোচনায় এসেছে', জানান তিনি।

ডা. জেরেমি ম্যাকঅ্যানাল্টি আরও বলেন, 'অস্ট্রেলিয়ায় এত ঘন ঘন ভাইরাস সংক্রমণের জন্য স্বাস্থ্য বিভাগকে হিমশিম খেতে হচ্ছে। আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, মাঙ্কিপক্স ত্বক থেকে ত্বকের যোগাযোগের সঙ্গে যুক্ত হচ্ছে।'

এদিকে, বিভিন্ন দেশ যখন মহামারি কাটিয়ে উঠছে, তখনো অস্ট্রেলিয়া লড়ে যাচ্ছে করোনাভাইরাসের সঙ্গে। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ৩৬ জন, ভিক্টোরিয়ায় ২০ জন এবং কুইন্সল্যান্ডে ১৮ জনসহ কমপক্ষে ৭৮ জন করোনা রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রাকৃতিক দুর্যোগও যেন দেশটির পিছু ছাড়ছে না। গত ১ সপ্তাহ আগেই ব্যাপক বন্যার কারণে নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রায় ৩০ হাজার বাসিন্দাকে বাড়ি ছাড়তে হয়েছে।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

5 dead bodies recovered from launch in Meghna

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

33m ago