অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনে শহীদ দিবস পালন
অস্ট্রেলিয়ায় বহু ভাষাভাষীদের অংশগ্রহণে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
দেশটির রাজধানী ক্যানবেরায় প্রভাতফেরীসহ বাংলাদেশ হাইকমিশনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন ক্যানবেরার মন্ত্রী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-কূটনৈতিকসহ প্রবাসী বাংলাদেশিরা।
গতকাল সকাল ৬টা ২০ মিনিটে প্রভাতফেরী শুরু হয়ে মানুকা ওভাল ঘুরে অস্থায়ীভাবে স্থাপিত শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়।
অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ও বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রেখে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের হাইকমিশনার সুফিউর রহমান, ভারতের হাইকমিশনার মনপ্রীত ভোরা, এসিটি গভর্নমেন্টের স্বাস্থ্যমন্ত্রী রাসেল স্টিফেন স্মিথ, এটর্নি জেনারেল ও এসিটি গ্রিন দলের নেতা শেন রাতেনবারি প্রমুখ।
হাইকমিশনার সুফিউর রহমান বলেন, 'বিশ্বের প্রায় ৭৯০ কোটি মানুষ প্রায় ৭ হাজার ভাষায় কথা বলেন, যার প্রায় অর্ধেকই ঝুঁকির মধ্যে রয়েছে। এসব মাতৃভাষা সংরক্ষণে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ের সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করতে হবে।'
সন্ধ্যায় অস্ট্রেলিয়া প্রবাসী ও অভিবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বাংলাদেশ হাইকমিশন মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর এক আলোচনা সভা আয়োজন করা হয়। হাইকমিশনারসহ অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা আলোচনায় অংশগ্রহণ করেন। এ ছাড়াও, অস্ট্রেলিয়া সফররত বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
আলোচনা শেষে ভাষা শহীদদের স্মরণে ও বাংলাদেশকে উপজীব্য করে স্থানীয় বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একুশের ঐতিহাসিক প্রেক্ষাপট বিষয়ে অন্য ভাষাভাষীদের অবহিত করা এবং নৃ-তাত্ত্বিক ভাষাসহ সব মাতৃভাষার সম্মান বিস্তারের লক্ষ্যে গত বছরের মতো এবারো এই অস্থায়ী শহীদ মিনার চত্বর ৪ দিনব্যাপী খোলা রাখা হয়েছে।
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments