অস্ট্রেলিয়ায় প্রবাসীদের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

ছবি: সংগৃহীত

উইমেনস কাউন্সিল অস্ট্রেলিয়ার উদ্যোগে জাকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস।

আজ মঙ্গলবার অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি নারীদের এই মিলনমেলায় উপস্থিত ছিলেন ফেডারেল সরকারের কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য এবং স্থানীয় কাউন্সিলের মেয়র। 

এ ছাড়া অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতির বেশ কয়েকজন জনপ্রিয় নেতাও অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

বাংলাদেশি কমিউনিটির রাজনীতিক, সাংবাদিক, ব্যবসায়ী ও শিল্পীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলেন।
 
উইমেনস কাউন্সিলের সভাপতি ও সদ্য নির্বাচিত কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা এবং সাধারণ সম্পাদক তিশা তানিয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। 

এ ছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কনস্যুলেট জেনারেল খন্দকার মাসুদুল আলম, টেলিঅজ প্রধান জাহাঙ্গীর আলম, মাল্টিকালচারাল মন্ত্রী মার্ক কুরি, সংসদ সদস্য উইন্ডি লিন্ডসি ও মেয়র খাল আসফুর প্রমুখ।

সাবেক ও নব নির্বাচিত বাংলাদেশি কাউন্সিলরদের অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন ফাইজুন নাহার পলি ও পৃথিবী তাজউয়ার। সঙ্গীত পরিবেশন করেন নিলুফা ইয়াসমিন, মামুন ও শিপলু। নৃত্য পরিবেশন করে নৃত্যাঞ্জলি ড্যান্স একাডেমি ও নটরাজ ড্যান্স একাডেমি। 

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাবেক কাউন্সিলর শাহে জামান টিটু। 

 

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

‘May the sound of arms be silenced’

Pope Francis calls for peace across the world in Christmas message

48m ago