অস্ট্রেলিয়ায় ফিরতে চান জোকোভিচ
করোনা টিকা না নেওয়া টেনিস সুপারস্টার নোভাক জোকোভিচ প্রাক-টুর্নামেন্ট নির্বাসন সত্ত্বেও ভবিষ্যতে অস্ট্রেলিয়ান ওপেনে ফিরতে চান বলে ঘোষণা দিয়েছেন।
সার্বিয়ার জাতীয় টেলিভিশন আরটিএস এর সঙ্গে এক সাক্ষাৎকারে জোকোভিচ বলেন, 'অস্ট্রেলিয়ান ওপেনের অতীতের সাফল্য তার ফেরার আকাঙ্ক্ষাকে উস্কে দিয়েছে।'
ঘণ্টাব্যাপী ওই সাক্ষাৎকারে জোকোভিচ বলেন, 'আমি ভবিষ্যতে অস্ট্রেলিয়ায় ফিরে আসতে চাই এবং অস্ট্রেলিয়ান ওপেনে আবার খেলতে চাই।'
জোকোভিচ জানান, তিনি অস্ট্রেলিয়ার নিক কিরগিওসসহ বেশ কয়েকজন খেলোয়াড়ের কাছ থেকে ব্যক্তিগত সমর্থন এবং বার্তা পেয়েছেন, যারা দীর্ঘদিন ধরে জোকোভিচের সমালোচক ছিলেন। অস্ট্রেলিয়ান ওপেনের আগে তার সমর্থনে তারা সোচ্চার ছিলেন।
'কিরগিওস আমাকে অবাক করে দিয়েছে। আমি তাকে এবং অন্য সবাইকে ধন্যবাদ জানাই যারা আমার পক্ষে দাঁড়িয়েছিলেন। আমি কিছু খেলোয়াড়ের কাছ থেকে ব্যক্তিগতভাবে অনেক বার্তা পেয়েছি, যদিও তারা প্রকাশ্যে কথা বলতে চাননি। আমি বুঝতে পারি, পরিস্থিতি জটিল ছিল,' জোকোভিচ বলেন।
৯ বারের অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী জোকোভিচ আরও বলেন, 'অস্ট্রেলিয়ায় যা ঘটেছে তা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল এবং অবশ্যই এটি আমার জন্য ভুলে যাওয়া কঠিন। তবে আমি ভবিষ্যতে অস্ট্রেলিয়ায় ফিরে যেতে চাই।'
তিনি বলেন, 'জীবনে কিছুই নিশ্চিত নয়। তবে আমি এ বছর অস্ট্রেলিয়ান ওপেনে আমার সুযোগ হারিয়েছি। এবারের ওপেন জয়ী রাফায়েল নাদালসহ সব খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে সাহস করি না যে আমি জিততাম। তবে আমি মনে করি আমার কাছে একটি ভালো সুযোগ ছিল।'
টিকা প্রসঙ্গে তিনি বলেন, 'আপাতত আমি ভ্যাকসিন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং এটা মেনে নিয়েছি যে আমাকে এর পরিণতি ভোগ করতে হবে।'
তিনি বলেন, 'একজন পেশাদার ক্রীড়াবিদ হিসেবে আমি আমার শরীরে প্রবেশ করা সবকিছু ৩ বার পরীক্ষা করতে চাই। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি সতর্ক থাকি। আমি টিকা না দেওয়ার পরিণতি নিয়েই বাঁচব।'
সবশেষে নোভাক জোকোভিচ বলেন, 'আমি জানি না ভবিষ্যৎ কি নিয়ে আসে। তবে আমি সেরাটির জন্য অপেক্ষা করছি। আমি অনুভব করি যে আমার এখনো সময় আছে।'
করোনা টিকা না নেওয়ায় টেনিস সুপারস্টার নোভাক জোকোভিচের ভিসা বাতিল করে তাকে দেশে ফেরত পাঠিয়েছিল অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার। ভিসা আবেদনে ভুল তথ্য দেওয়ার জন্য জোকোভিচকে ৩ বছরের জন্য অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ করা হয়।
তবে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন জোকোভিচকে নির্বাসনের সময় বলেছিলেন, 'বিশ্ব সেরা টেনিস তারকা যদি ৩ বছরের আগে অস্ট্রেলিয়ায় ফিরতে চান, তার জন্য আমাদের দরজা খোলা থাকবে।'
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments