ক্যাম্পে অভিবাসনপ্রত্যাশীদের নির্যাতন, ইতালিতে ২ বাংলাদেশির ২০ বছরের কারাদণ্ড

লিবিয়ার অভিবাসী ক্যাম্পে অভিবাসনপ্রত্যাশীদের আটকে রেখে নির্যাতন চালানোর অভিযোগে ইতালির সিসিলির একটি আদালত ২ বাংলাদেশিকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছে।

পালেরমো আদালতের প্রসিকিউটর গেরি ফেরারার বরাত দিয়ে মঙ্গলবার আরব নিউজ এ খবর জানিয়েছে।

প্রসিকিউটর এ অভিযোগের পুলিশ তদন্তের সমন্বয় করেছিলেন। তিনি বলেন, 'আসামি সোহেল ও হারুনের বিরুদ্ধে অনেকে অভিযোগ করেছেন। তাদের বিরুদ্ধে ভুক্তভোগীদের আটকে রেখে কয়েক মাস ধরে মারধর করার অভিযোগ আছে।'

এই ২ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকায় করে ২০২০ সালের ২৮ মে ইতালির সিসিলিতে পৌঁছান।

সেখানে লিবিয়ার ক্যাম্পের অভিবাসীরা তাদের চিহ্নিত করে এবং ওই বছরের ৬ জুলাই তাদের গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগীদের মধ্যে কয়েকজন প্রসিকিউটরের কাছে ফোনে ধারণ করা নির্যাতনের ভিডিও দিয়েছিলেন।

তদন্তকারীরা ফেসবুকে আসামিদের একে-৪৭ রাইফেলসহ ছবি পেয়েছেন। অভিবাসীরা বলেছেন যে এই অস্ত্র দিয়ে তাদের আঘাত করা হয়েছিল।

সিসিলির শহর পালেরমোর আর্চবিশপ কোরাডো লোরেফিস আরব নিউজকে বলেন, এই রায় এমন দিন এলো, যেদিন পোপ ফ্রান্সিস লিবিয়ার "কনসেন্ট্রেশন ক্যাম্পের" নিন্দা করেছেন।'

'যারা পালাতে চায় তারা মানব পাচারকারীদের হাতে কতটা ভোগান্তির শিকার হয়' উল্লেখ করে তিনি দুঃখ প্রকাশ করেন।

অভিবাসী ক্যাম্পগুলোর পরিস্থিতিকে 'অমানবিক ও অসহনীয়' বলেও উল্লেখ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Retaliation 'underway' as India hits Pakistan

New Delhi claims hitting 9 'terrorist sites'; Islamabad says civilians hit, claims downing 5 Indian jets; at least 8 killed; US, UN sound alarm

3h ago