বিদ্যুৎ ফিরেছে সিলেটের কিছু এলাকায়

বিদ্যুৎ উপকেন্দ্রে বন্যার পানি ঢুকে পড়ায় সিলেটের বেশিরভাগ এলাকা অন্ধকারে ডুবে আছে। ছবি: স্টার

বন্যার পানির সঙ্গে অন্ধকারে ডুবে থাকা সিলেট শহরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে। সিলেটের কুমারগাঁও গ্রিড উপকেন্দ্র থেকে পানি নিষ্কাশন করে শনিবার রাতে আম্বরখানা, চৌহাট্টা, শাহী ঈদগাহ ও এর আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়।

এর আগে আজ দুপুর সাড়ে ১২টার দিকে কুমারগাঁও ১৩৩/৩২ কেভি গ্রিড উপকেন্দ্রে বন্যার পানি ঢুকে পড়ায় সারা সিলেট বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদির দ্য ডেইলি স্টারকে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী, সিলেট সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগের সমন্বিত চেষ্টায় সন্ধ্যার পর উপকেন্দ্র থেকে পানি নিষ্কাশন করে আবার চালু করা হয়। এতে নগরীর কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপিত হয়েছে।

রাত পৌনে ১১টা পর্যন্ত এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হয়নি।

সিলেট শহরের অন্যান্য অংশের মতো উপজেলাগুলো এখনো অন্ধকারে ডুবে আছে। অন্যদিকে গত বৃহস্পতিবার থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছে পুরো সুনামগঞ্জ জেলা।

Comments

The Daily Star  | English

$14b lost to capital flight a year during AL years

Bangladesh has lost around $14 billion a year on average to capital flight during the Awami League’s 15-year tenure, according to the draft report of the committee preparing a white paper on the economy.

9h ago