বন্যায় শাবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত

স্টার ফাইল ফটো

সিলেটে বন্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসের কিছু অংশ প্লাবিত হওয়ায় সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

তিনি বলেন, 'বন্যা পরিস্থিতি বিবেচনায় আগামী ২৫ জুন পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ সকালে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।'

গত ১৫ মে থেকে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যায় সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, সিলেট সদর, বিশ্বনাথ উপজেলা এবং সিলেট সিটি কর্পোরেশন এলাকার বড় অংশ প্লাবিত হয়েছে।

এ ছাড়াও, সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, মধ্যনগর, সদর উপজেলা এবং সুনামগঞ্জ শহরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago