বন্যায় ভেসে গেছে একমাত্র সেতু, আটকে পড়েছে ২৬ ত্রিপুরা পরিবার

চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে ত্রিপুরা পাড়ার সঙ্গে সংযোগকারী একমাত্র সেতুটি ভেঙে পড়েছে। ছবি: স্টার

বন্যায় হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে ত্রিপুরা পাড়ার সঙ্গে সংযোগকারী একমাত্র সেতুটি ভেঙে গেছে। এতে পাড়ার ২৬টি ত্রিপুরা পরিবারের লোকজন বের হতে পারছেন না।

স্থানীয় প্রশাসন বলছে, কারিগরি কারণে এখনই সেখানে সেতু তৈরি করা যাচ্ছে না।

গত শুক্রবার থেকে হবিগঞ্জে ভারী বর্ষণে ত্রিপুরা গ্রামের একমাত্র সেতুটি ভেঙে যায়। এতে চরম দুর্ভোগে পড়ে ত্রিপুরা পরিবারগুলো।

ত্রিপুরা পল্লী প্রধান চিত্তরঞ্জন দেববর্মা বলেন, 'আমাদের টিলাটি ৭ বছর ধরে ধসের মুখে আছে। এরই মধ্যে ঘরবাড়ি ভেঙে যাওয়ায় ৪টি পরিবার টিলা ছেড়ে চলে গেছে।'

তিনি বলেন, 'শুক্রবার সকাল থেকে বৃষ্টি শুরু হলে প্রবল স্রোতে সেতুটি ভেঙে যায়। সেতুর গোড়া থেকে মাটি সরে যাওয়ায় সেতুটি কোনোভাবেই ব্যবহার করা সম্ভব হচ্ছে না।'

সেতু ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২৬টি ত্রিপুরা পরিবারের লোকজন। ছবি: স্টার

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখনই সেতুটি মেরামত করা হলে বৃষ্টিতে আবারও ধসে পড়বে। কারণ গাইডওয়ালের আগে সেতু করলে আবার ভেঙে যাবে। তাই প্রথমে গাইডওয়াল করতে হবে।'

তিনি আরও বলেন, 'গাইডওয়াল নির্মাণের প্রস্তাব পাঠিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গাইডওয়াল হলে সেতু করব।'

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, 'অবৈধ বালু উত্তোলনের কারণে প্রতি বছর বাড়িঘর ও রাস্তাঘাটের ক্ষতি হয়। একই কারণে ত্রিপুরাদের বেশ কিছু পরিবারের ঘরবাড়ি এখন ঝুঁকির মধ্যে রয়েছে। এমনকি এই সেতুরও ক্ষতি হয়েছে এই কারণেই।'

Comments

The Daily Star  | English
health reform

Priorities for Bangladesh’s health sector

Crucial steps are needed in the health sector for lasting change.

12h ago