বন্যার্তদের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টিম ও ১০০ টন খাদ্য সহায়তা

সিলেট সুনামগঞ্জসহ দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ১০০ টন খাদ্য বিতরণ করার লক্ষ্য নিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। বন্যার্তদের মাঝে তারা চিড়া, গুড়, রুটি, বিস্কুটসহ শুকনো খাবার বিতরণ করবে।

সিলেট সুনামগঞ্জসহ দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ১০০ টন খাদ্য বিতরণ করার লক্ষ্য নিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। বন্যার্তদের মাঝে তারা চিড়া, গুড়, রুটি, বিস্কুটসহ শুকনো খাবার বিতরণ করবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে গত শুক্রবার সিলেটের বিশ্বনাথ ও সুনামগঞ্জের শান্তিগঞ্জে ৫ টন চিড়া ও ১ টন গুড় পাঠানো হয়েছে বলে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে জানানো হয়, সিলেট বিভাগের মধ্যে সিলেটের বিশ্বনাথের নওধার এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জে গণস্বাস্থ্যের দুটি উপকেন্দ্র আছে। এর মধ্যে বিশ্বনাথ উপজেলার হাসপাতালটি প্লাবিত হয়েছে। শান্তিগঞ্জের হাসপাতালের আশপাশের গ্রামগুলো প্লাবিত হয়েছে। এসব এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা দেবে গণস্বাস্থ্য কেন্দ্র। এছাড়া, আজ থেকে বন্যাকবলিত এলাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের ২টি মেডিকেল টিম চিকিৎসা সেবা দেবে। তারা গতকাল ঢাকা থেকে রওয়ানা হয়ে আজ সিলেট ও সুনামগঞ্জে পৌঁছেছেন।

Comments

The Daily Star  | English
interim government's dialogue with BNP

BNP wary of constitutional vacuum

The BNP appears to be apprehensive about the sudden controversy over the resignation letter of ousted prime minister Sheikh Hasina.

6h ago