এক সপ্তাহ পর সিরাজগঞ্জে যমুনার পানি বিপৎসীমার নিচে
টানা এক সপ্তাহ পর সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপৎসীমার নিচে নেমেছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাসির উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, আজ শনিবার সকাল থেকে যমুনার পানি কাজিপুর পয়েন্টে ১৫ দশমিক ২২ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচে। একই সময়ে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে ১৩ দশমিক ৩০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল।
পাউবো সূত্রে জানা যায়, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে গত ১৮ জুন যমুনা নদীর পানি বিপৎসীমার ওপরে ওঠে।
নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন জানান, যমুনায় এখন পানি কমলেও তা আবারও বাড়ার আশঙ্কা আছে। এছাড়া বন্যাকবলিত এলাকাগুলো থেকেও পানি নামতে কিছুটা সময় লাগবে।
গত ১ সপ্তাহে সিরাজগঞ্জ সদর, কাজিপুর, চৌহালি, বেলকুচি ও শাহজাদপুর উপজেলার ২৫ টি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রাম বন্যাকবলিত হয়। এতে পানিবন্দি হয়ে পড়ে প্রায় লক্ষাধিক মানুষ। এখনো এসব এলাকা থেকে পানি পুরোপুরি নামেনি।
Comments