৭ কলেজ ও গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাশের হার ৬৭ দশমিক ৯ শতাংশ।
আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এই ফলাফল প্রকাশ করেন।
পরীক্ষায় ১১ হাজার ৯০৫টি আসনের বিপরীতে ২১ হাজার ১৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ৩৮২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
পরীক্ষায় উত্তীর্ণদের আগামী ৫ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে ভর্তির পরীক্ষার ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের বিষয় বেছে নিতে হবে।
১৩ নভেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গার্হস্থ্য অর্থনীতি ফলাফল:
একই সময়ে ঢাবি কর্তৃপক্ষ গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। সেখানে পাসের হার ৮১ দশমিক ০৬ শতাংশ (সম্মিলিত)।
এখানে ২ হাজার ৬৫৫টি আসনের বিপরীতে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৪৯৫ জন। পরীক্ষার্থীয় অংশগ্রহণ করেছিলেন ৫ হাজার ৫৪৫ জন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট -- collegeadmission.eis.du.ac.bd -- অথবা যেকোনো মোবাইল অপারেটর সার্ভিসে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাবে।
এসএমএসের মাধ্যমে ফলাফলের জন্য, একজন প্রার্থীকে 'DU CHM <roll number>' টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে।
Comments