প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এপ্রিলে
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
জুলাই মাসের মধ্যে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বছর মোট ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।
এর আগে ২০২০ সালের অক্টোবরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৩২ হাজার ৫৭৭ জন সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল।
কিন্তু এই সময় মধ্যে আরও ১০ হাজার সহকারী শিক্ষক চাকরি থেকে অবসর নেওয়ায় পদের সংখ্যা বাড়িয়েছে মন্ত্রণালয়।
জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রায় ১৩ লাখ ৯ হাজার চাকরিপ্রার্থী সহকারী শিক্ষক পদের জন্য আবেদন করেছেন। এ বছর কয়েক ধাপে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।'
Comments