দাখিলে পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন চলতি বছরের দাখিল পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ।
আজ বৃহস্পতিবার পরীক্ষার ফল ফলাফল ঘোষণার পর এ তথ্য জানা যায়।
এবার মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৯২ হাজার ৫৬৯ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ৭২ হাজার ৭২২ জন।
উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৩১৩ জন। জিপিএ-৫ পাওয়ার হার ৪ দশমিক ৮৯ শতাংশ।
গত বছর পাসের হার ছিল ৮২ দশমিক ৫১ শতাংশ।
যেভাবে ফল জানা যাবে
মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।
Comments