ঢাকা বোর্ডে ঢাকার বাইরে শীর্ষে কিশোরগঞ্জ, পিছিয়ে ফরিদপুর
ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ঢাকা মহানগরীর বাইরে ১৩টি জেলার মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে কিশোরগঞ্জ জেলা। আর সবচেয়ে পিছিয়ে আছে ফরিদপুর।
কিশোরগঞ্জে গড় পাসের হার ৯৪ দশমিক ৩৪ শতাংশ ও ফরিদপুরে ৮৯ দশমিক ৬৭ শতাংশ।
কিশোরগঞ্জ থেকে ৩২ হাজার ৮৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৬২৯ জন। ফরিদপুর থেকে ২৬ হাজার ৭৬৬ জন অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ৯৯৭ জন।
তবে জিপিএ ৫ পাওয়ার দিক থেকে জেলাগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে গাজীপুর। এ জেলায় ৫ হাজার ৯৭৯ জন জিপিএ ৫ পেয়েছে।
অবশ্য ঢাকা শিক্ষা বোর্ডে পাশের হার ও জিপিএ ৫ এর ভিত্তিতে দুটোতেই ঢাকা মহানগরীর শিক্ষার্থীরা অন্য সব জেলার তুলনায় অনেক এগিয়ে আছে।
মহানগরী এলাকার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪ হাজার ১৮৩ জন। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৪১৩ জন। জিপিএ ৫ পেয়েছে ২৫ হাজার ৯২২ জন।
Comments