এসএসসি ও সমমানের ফল: জিপিএ-৫ এ শীর্ষে ঢাকা, পাসের হারে ময়মনসিংহ
এসএসসি ও সমমানের ফলাফলে জিপিএ-৫ এ শীর্ষে আছে ঢাকা বোর্ড। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪৯ হাজার ৫৩০ জন। সবচেয়ে কম ৪ হাজার ৮৩৪ জন জিপিএ-৫ পেয়েছে সিলেটে।
অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে ২৭ হাজার ৭০৯ জন জিপিএ-৫ পেয়েছে। দিনাজপুরে ১৭ হাজার ৫৭৮ জন। যশোর বোর্ডে ১৬ হাজার ৪৬১ জন। কুমিল্লায় ১৪ হাজার ৬২৪ জন। চট্টগ্রামে ১২ হাজার ৭৯১ জন। বরিশালে ১০ হাজার ২১৯ জন। ময়মনসিংহ ১০ হাজার ৯২ জন। মাদ্রাসা বোর্ডে ১৪ হাজার ৩১৩ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডে ৫ হাজার ১৮৭ জন।
পাসের হারের শীর্ষে আছে ময়মনসিংহ বোর্ড। সেখানে পাসের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। সাধারণ বোর্ডগুলোর মধ্যে সর্বনিম্ন বরিশাল বোর্ডের পাসের হার ৯০ দশমিক ১৯ শতাংশ।
পাসের হারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা সিলেটের হার ৯৬ দশমিক ৭৮ শতাংশ এবং তৃতীয় অবস্থানে থাকা কুমিল্লা শিক্ষাবোর্ডের পাসের হার ৯৬ দশমিক ২৭ শতাংশ।
অন্য বোর্ডগুলোর মধ্যে দিনাজপুরে পাসের হার ৯৪ দশমিক ৮ শতাংশ, রাজশাহীতে ৯৪ দশমিক ৭১ শতাংশ, ঢাকাতে ৯৩ দশমিক ১৫ শতাংশ, যশোরে ৯৩ দশমিক ০৯ শতাংশ এবং চট্টগ্রামে ৯১ দশমিক ১২ শতাংশ।
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ এর্ব কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর সব বোর্ডেই পাসের হার বেড়েছে।
Comments