এসএসসির ফল এসএমএসে পুনর্নিরীক্ষণের সুযোগ
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার আগের সব বছরের ফলাফলকে ছাড়িয়ে গেছে। তবে কেউ যদি মনে করে ফলাফল আশানুরূপ হয়নি, তবে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে মোবাইল এসএমএসের মাধ্যমেই।
আগামীকাল শুক্রবার থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে।
পুনর্নিরীক্ষণের আবেদনের বিষয়ে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও মোবাইল অপারেটর টেলিটকের ওয়েবসাইট থেকে জানা যাবে বলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঢাকা বোর্ড তাদের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে জানায়, টেলিটক প্রিপেইড সিম থেকে মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর>স্পেস>বিষয় কোড (একাধিক বিষয় থাকলে কমা দিয়ে) লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কাটা হবে, তা জানিয়ে দেওয়া হবে। সঙ্গে থাকবে একটি পিন নম্বর। রাজি থাকলে আবার মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে PIN নম্বর দিয়ে পরীক্ষার্থীর যোগাযোগের নম্বর দিয়ে আবার ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
প্রতি বিষয় পুনর্নিরীক্ষণের জন্য খরচ হবে ১২৫ টাকা।
আজ বৃহস্পতিবার চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ এবং মোট জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন।
Comments