এসএসসি ও সমমানে পাসের হার ৯৩.৫৮ শতাংশ

SSC exams result 2018 published on May 06
এসএসসি পরীক্ষার্থী। ছবি: ফাইল ফটো

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ফল প্রকাশ করা হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পরীক্ষার ফল প্রকাশ করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের যোগ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসি ও সমমানের ফল গ্রহণ করেন।

প্রকাশিত ফলফলে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৯৪ দশমিক ৮ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ।

এবারে ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উত্তীর্ণ হয়েছেন ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন শিক্ষার্থী।

শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফলাফল জানা যাবে।

মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।

Comments

The Daily Star  | English

BB tightens loan classification rules to meet IMF conditions

Payment failure for three months or 90 days after the due date will now lead to classification of loans regardless of type, according to new rules announced by the central bank yesterday, aligning with international best practices prescribed by the International Monetary Fund (IMF).

2h ago