পুলিশে এসআই পদে নিয়োগে কম্পিউটার দক্ষতা যাচাই হবে

ছবি: সংগৃহীত

পুলিশের উপপরিদর্শক (এসআই) নিয়োগ পরীক্ষায় প্রথমবারের মতো কম্পিউটার দক্ষতা যুক্ত করা হয়েছে। গত বছরের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করার আগে এই পরীক্ষা নেওয়া হচ্ছে।

২০২১ সালের নিয়োগ পরীক্ষায় লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ ৩ হাজার ৪৩৬ জন প্রার্থীর কম্পিউটার দক্ষতা পরীক্ষা আজ শনিবার থেকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে শুরু হয়েছে। কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণরা বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে বাহিনীকে প্রযুক্তিগতভাবে সক্ষম করতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগে এই দক্ষতা যাচাই করা হচ্ছে। পরীক্ষার্থীদেরকে কম্পিউটার দক্ষতা পরীক্ষায় এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ওয়েব ব্রাউজিং এবং ট্রাবলশুটিংয়ে অংশগ্রহণ করতে হবে।

এইআই পদের জন্য কম্পিউটার দক্ষতা যাচাই ছাড়াও ৪০ বছর পর প্রথম বারের মতো কনস্টেবল, এসআই ও সার্জেন্ট পদে নিয়োগবিধিতেও পরিবর্তন আনা হয়েছে।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

6h ago