পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ
নীলক্ষেত মোড়ে পুলিশের লাঠিচার্জের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন চাকরিপ্রত্যাশী আন্দোলনকারীরা। আজ রোববার সকালে নীলক্ষেত মোড় অবরোধের পর দুপুরে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। হামলার প্রতিবাদে বিকেল ৪টার দিকে তারা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন।
চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধির দাবিতে সকালে নীলক্ষেত মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা।
বিক্ষোভে অংশ নেওয়া চাকরিপ্রত্যাশী ওসমান গণি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা রাস্তা অবরোধ করে দাবি আদায়ের জন্য আন্দোলন করছিলাম। কিন্তু পুলিশ হঠাৎ এসে আমাদের ওপর লাঠিচার্জ করে। এতে আমাদের অনেকে আহত হয়েছেন।'
'এ হামলার প্রতিবাদে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ পালন করছি,' বলেন তিনি।
আন্দোলনকারীরা এ সময় ৪ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো-সব চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করা, প্রশ্নফাঁস ও নিয়োগ দুর্নীতি বন্ধ, চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা করা, একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করতে হবে৷
লাঠিচার্জের বিষয়ে জানতে পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Comments