হয় মারো না হয় আউট হয়ে যাও: টপ অর্ডারকে মুশফিক

ছবি: ফিরোজ আহমেদ

ইশ! টপ অর্ডাররা যদি আর কিছু রান যোগ করতে পারতেন। মাঠ ছাড়ার সময় মনে মনে হয়তো এমনটাই বলছিলেন ইয়াসির আলী। ছয় নম্বরে নেমে খেলেছেন হার না মানা অসাধারণ এক ইনিংস। কিন্তু অল্পের জন্য জয়ের নাগাল পেলেন না। আক্ষেপ তো স্বাভাবিকভাবেই চলে আসে। কারণ টপ অর্ডারের ব্যর্থতায় প্রথম ১০ ওভারে রান যে এসেছে মাত্র ৩৫।

অথচ দিনের দ্বিতীয় ম্যাচের বিচারে এবারের আসরের সবচেয়ে ছোট লক্ষ্যটাই পেয়েছিল খুলনা টাইগার্স। কিন্তু সেই লক্ষ্যকে বিশাল বানিয়ে দিলেন টপ অর্ডার ব্যাটাররা। তাও আবার ব্যাটিং বান্ধব উইকেটে। দেখে শুনে খেলতে গেলেন। পরে রান তুলতে গিয়ে হলেন আউট।

এমন ব্যাটিংয়ের পর স্বাভাবিকভাবেই হতাশ অধিনায়ক মুশফিকুর রহিম। রীতিমতো খেপেছেন। ইয়াসিরকে দারুণ সঙ্গ দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ দিকে রানের গতি বাড়াতে গিয়ে আউট হয়েছেন। কিন্তু বুঝতে পেরেছেন উইকেটে বোলারদের জন্য তেমন আহামরি কিছুই ছিল না। তারপরও টপ অর্ডারের ব্যর্থতার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তিনি।

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তাই টপ অর্ডার ব্যাটারদের সরাসরি কাঠগড়ায় তুললেন অধিনায়ক, 'টপ অর্ডার ব্যাটসম্যানদের কী হয়েছে আমি জানি না। উইকেটে কোনো জুজু ছিল না। আমরা প্রথম ৮-১০ ওভারেই ম্যাচ হেরে গিয়েছিলাম।'

রান না করতে পারলে তাদের আউট হয়ে যেতেই বললেন মুশফিক, 'আপনি যখন সাকিব এবং মুজিবকে মোকাবেলা করবেন তখন আপনাকে সেই অনুযায়ী পরিকল্পনা থাকতে হবে। হয় আপনি রান করবেন অথবা আউট হয়ে যাবেন। আপনি রান না করে ২০-৩০ বল খেলতে পারেন না।'

এদিন খুলনার ম্যাচ কঠিন করে দেয় বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান ও মুজিব উর রহমান। তৃতীয় ওভারে বল করতে এসে টানা চার ওভারে মাত্র ১০ রান দিয়ে তুলে নেন ২টি উইকেট। আর মুজিব উইকেট না পেলেও চার ওভারে দিয়েছেন মাত্র ১৩ রান। এরপর বল হাতে এসে তোপ দাগান ডোয়াইন ব্রাভোও।

তবে বোলারদের অবদানে দারুণ খুশি অধিনায়ক। প্রতিপক্ষকে ১৪৫ রানে আটকে দিয়েও জয় না পাওয়া হতাশ মুশফিক, 'আমাদের বোলাররা দুর্দান্ত বল করেছে। খালিদ দারুণ বোলিং করেছে। আমার মনে হয়েছিল স্কোর চেজ করার মতো ছিল এবং আমরা শেষ দুই ম্যাচে আমাদের সব সুযোগ মিস করেছি।'

পাশাপাশি প্রতিপক্ষ বোলারদেরও প্রশংসা করেছেন। প্রশংসায় ভাসিয়েছেন ইয়াসির আলীও, 'তবে তারা সত্যিই ভালো বোলিং করেছে। পুরো বিপিএল জুড়ে ইয়াসির সত্যিই ভালো ব্যাটিং করেছে এবং আশা করি আমরা পরের ম্যাচে আমরাই জয়ী দল হিসেবে নামব।'

এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সকে ৬ রানে হারিয়েছে বরিশাল। প্রথমে ব্যাট করতে নামা বরিশাল ১৮.৫ ওভারে ১৪৫ রানে গুটিয়ে দেয় খুলনা। কিন্তু জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৯ রানের বেশি করতে পারেনি দলটি। এর আগের লড়াইয়েও বরিশালের কাছে হেরেছিল খুলনা।

Comments

The Daily Star  | English

Seven crew members were sedated, killed by fellow: Rab

An official of Rapid Action Battalion said this after the arrest of the suspect from Bagerhat

42m ago