হাসপাতাল থেকে ছাড়া পেলেন ফ্লেচার, থাকবেন বিশ্রামে
রেজাউর রহমান রাজার বাউন্সারে আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়া আন্দ্রে ফ্লেচারকে নেওয়া হয়েছিল হাসপাতাল। পরীক্ষা নিরীক্ষার পর রিপোর্ট ভালো আসায় এক রাত হাসপাতালে কাটিয়ে তিনি ছাড়া পেয়েছেন। তবে সতর্কতার অংশ হিসেবে আগামী ৪৮ ঘণ্টা পূর্ণ বিশ্রামে থাকবেন তিনি।
সোমবার রাতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিপক্ষে আঘাত পান খুলনা টাইগার্সের ক্যারিবিয়ান ক্রিকেটার ফ্লেচার।
১৯১ রান তাড়ায় তখন সপ্তম ওভারের খেলা চলছিল। তরুণ পেসার রাজা স্কিডি একটি বাউন্সারি পুল করতে গিয়েছিলেন ফ্লেচার। কিন্তু আচমকা লাফিয়ে উঠা বল ব্যাটে নিতে পারেননি। বল গিয়ে লাগে তার ঘাড়ের দিকে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্ট্রেচারে করে তাকে বাইরে নিয়ে যাওয়া হয়।
ফ্লেচারকে তখনই পাঠানো হয় এভারকেয়ার হাসপাতালে। ম্যাচে তার কনকাশন বদলি হিসেবে নেওয়া হয় সিকান্দার রাজাকে। অপ্রত্যাশিতভাবে ফ্লেচারের ইনিংস থামে ১৬ রানে। তার বদলি নেমে সিকান্দার করেন ১২ বলে ২২। খুলনা ম্যাচ হারে ২৫ রানে।
ম্যাচের ফল ছাপিয়ে ফ্লেচারের আহত হওয়া ছড়ায় উদ্বেগ। যদিও তার জ্ঞান থাকায় চিন্তার স্রোত বয়নি খুলনা দলে। মঙ্গলবার সকালে খুলনার ম্যানেজার নাফীস ইকবাল দ্য ডেইলি স্টারকে জানান ফ্লেচারের আপডেট, 'ফ্লেচার হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছে। এমআরএই রিপোর্ট ভালো এসেছে। অর্থোপেডিক ও নিওরো চিকিৎসকরা পর্যবেক্ষণ করে তাকে ঠিকঠাক দেখেছেন। আগামী ৪৮ ঘণ্টা বিশ্রামে থাকবে ফ্লেচার।'
একদম সেরে উঠে পরের ম্যাচ খেলার জন্য হাতে সময় পাবেন ফ্লেচার। ঢাকায় প্রথম পর্বে তাদের আর খেলা নেই। খুলনা টাইগার্সের পরের ম্যাচ চট্টগ্রামে। আগামী ২৮ জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিপক্ষে মাঠে নামবে তারা।
Comments