সৌম্যর দিকে তাকিয়ে মুশফিক
আসরের শুরুটা ভালোই করেছিল খুলনা টাইগার্স। মিনিস্টার ঢাকার বিপক্ষে দারুণ এক জয়। কিন্তু পরের ম্যাচেই ভিন্ন চিত্র। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হারতে হয় তাদের। লড়াইটাও জমেনি। তবে চট্টগ্রামে ভালো কিছু করতে চায় তারা। দলের অন্যতম সেরা ব্যাটার সৌম্য সরকার ফিরে আসায় প্রত্যাশাটা বেড়েছে দলের অধিনায়ক মুশফিকুর রহিমের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঠে গড়ানোর আগে কোভিড পরীক্ষা করানো হয় সকল খেলোয়াড় ও স্টাফদের। প্রথম দিনই পজিটিভ আসেন সৌম্য। ফলে বাধ্য হয়েই তাকে থাকতে হয় আইসোলেশনে। শেষ পর্যন্ত নেগেটিভ হয়েছেন। যোগ দিয়েছেন খুলনার স্কোয়াডের সঙ্গে। বৃহস্পতিবার ফিরলেন অনুশীলনেও।
এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে সৌম্যর ফেরায় তৃপ্ত অধিনায়ক মুশফিক বলেন, 'আমাদের জন্য বড় অসুবিধা ছিলো প্রথম দুই ম্যাচে আমরা তাকে (সৌম্য) পাইনি। কারণ ও শুধু ব্যাটিং নয়, বোলিংয়ে স্লিপে দারুণ একজন ফিল্ডার। আমরা অবশ্যই তাকে মিস করেছি। আশা করি ও খেলবে, খেললে ইমপ্যাক্ট ইনিংস যেন খেলতে পারে সেই প্রত্যাশাই করছি। আশা করি টপ অর্ডারে সে ভালো ইনপুট দিতে পারবে।'
যদিও বিপিএলে খুব আশা জাগানিয়া কোনো পারফর্ম করতে পারেননি সৌম্য। এ আসরে এখন পর্যন্ত ৬৩টি ম্যাচ খেলেছেন সৌম্য। ৬২ ইনিংসে ১৭.৩৩ গড়ে করেছেন ৯৩৬ রান। স্ট্রাইক রেট ১১১.১৬। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮৮।
কোভিড মুক্ত হয়ে সৌম্য ছাড়াও খুলনায় ফিরেছেন আরও দুই ক্রিকেটার। অলরাউন্ডার শরিফুল্লাহর সঙ্গে ফিরেছেন স্পিনার নাবিল সামাদও। তিন ক্রিকেটারদের ফেরায় আত্মবিশ্বাসী মুশফিক, 'আমি মনে করি আমাদের যে তিনজন আসছে কোভিডের পর, তারা পুরোপুরি ফিট। মানসিক ভাবে ও শারীরিক ভাবে তারা ফিট, কালকে ম্যাচের জন্য তারা প্রস্তুত আছে।'
Comments